কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মদন গ্রামের মো. আবু শোয়েব সাদা হাঁসের খামার করে সকলের নজর কেড়েছেন। বেইজিং চায়না জাতের হাঁসের খামারটিতে বর্তমানে ৭৫০টি হাঁস রয়েছে।
হাঁসগুলোর বয়স বর্তমানে ছয় মাস ৯দিন। একটি হাঁস ৭০ দিন বয়সে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়। বর্তমানে একেকটি হাঁসের ওজন সাড়ে তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত।
খামারী আবু শোয়েব জানান, এই হাঁসগুলো ডিম উৎপাদনের জন্য পালন করা হচ্ছে। ৮শ’ হাঁস দিয়ে তিনি খামারটি শুরু করলেও ৫০টি হাঁস বিক্রি করে দিয়েছেন।
গত ২৫ দিন ধরে হাঁসগুলো ডিম দিচ্ছে। দৈনিক প্রায় ৪শ’ ডিম পাড়ে।
তিনি জানান, বাড়ি সংলগ্ন নলিবিলে তিনি খামার করে হাঁসগুলো লালন-পালন শুরু করেছিলেন। বর্তমানে বিলের পানি ময়লা হয়ে যাওয়ায় খামারটি বাড়ির পাশে সরিয়ে এনেছেন।
বেইজিং চায়না জাতের হাঁসের খামার করে তিনি লাভবান হচ্ছেন বলেও মো. আবু শোয়েব জানান।
ভিডিও: