কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় শিশু নিহত, পালিয়েছে চালক

 স্টাফ রিপোর্টার | ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৬:৪০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে বেপরোয়া গতির ইটভাটার মাটি টানা ট্রাক্টরের নিচে চাপা পড়ে ওমর ফারুক (৫) নামে প্লে-গ্রুপে পড়ুয়া এক শিশু নিহত হয়েছে। শিশুটিকে চাপা দেয়ার পর পরই ট্রাক্টর ফেলে চালক পালিয়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া-সাদুল্লারচর বাজার সড়কে রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওমর ফারুক কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। শিশুটি স্থানীয় নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।

এদিকে ঘটনার পর পরই ঘাতক ট্রাক্টরচালক গাঢাকা দিয়েছে। তবে এলাকাবাসী ট্রাক্টরটিকে আটক করেছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

ঘটনাস্থলে থেকে মো. মিজানুর রহমান জানান, লতিবাবাদ ইউনিয়নের অষ্টবর্গ এলাকার সোহাগের ইটভাটা থেকে মাটি টানা ট্রাক্টরটি মাটি আনার জন্য পাবইকান্দির দিকে যাচ্ছিল।

পথে ভাটগাঁও এলাকায় শিশুটিকে ট্রাক্টরটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

শিশুটিকে চাপা দেয়ার পর পরই ট্রাক্টরচালক পালিয়ে যায়। তবে ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।

মো. মিজানুর রহমান জানান, তারা ট্রাক্টরের মালিকের খোঁজ করছেন। ট্রাক্টর মালিককে পাওয়া গেলেই চালকের নাম-ঠিকানা জানা যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর