কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রাথমিক শিক্ষক নিয়োগ/১৮ প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৭:৪৫ | বিশেষ সংবাদ 


প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন কালীবাড়ী সড়কে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ-২০১৮ প্যানেল বাস্তবায়ন কমিটি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

এর আগে সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে প্যানেল নেতৃবৃন্দ জড়ো হন। সেখান থেকে তারা মানববন্ধন কর্মসূচীতে যোগদান করেন।

প্যানেল বাস্তবায়ন কমিটির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রাশেদ আহমেদ শিশির এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্যানেলের যুগ্ম সম্পাদক শিল্পী রানী দাস, সদস্য বিপুল পাল, শাহ আলম, নিপা সুলতানা শাওন, তানিম, মো. শাহীন, আতিয়া সুলতানা, রিমন আহম্মেদ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি সঞ্চালনায় ছিলেন রূপক দেবনাথ।

দাবি প্রসঙ্গে যুগ্ম সম্পাদক শিল্পী রানী দাস বলেন, ২৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫৫ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা শতকরা ২.৩%। যারা নিঃসন্দেহে মেধাবী।

বিপুল পাল বলেন, দীর্ঘ ৪বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ না থাকায় চাকুরী প্রত্যাশীরা বঞ্চিত হয়েছে। এবারেই প্রাথমিক শিক্ষক নিয়োগে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি /সমমান প্রার্থীদের আবেদন করার শেষ সুযোগ।

মানববন্ধন শেষে মৌনপদযাত্রা করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর