কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পিইসি’তে কিশোরগঞ্জ জেলায় প্রথম সাদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

 স্টাফ রিপোর্টার | ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৪:০২ | কলকাকলি 


২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিশোরগঞ্জ জেলায় সর্বোচ্চ ৫৯৬ নম্বর পেয়ে জেলায় প্রথম হয়েছে মো. ফাতহুল ইসলাম ভূইয়া সাদ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত বৃত্তির ফলাফলে সাদ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

মো. ফাতহুল ইসলাম ভূইয়া সাদ কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে।

সাদ কিশোরগঞ্জ বিসিক এর সম্প্রসারণ কর্মকর্তা খোদেজা আক্তার এবং উপদেষ্টা কমিটির সদস্য বিসিক আঞ্চলিক কেন্দ্রীয় কমিটি কর্মচারী ইউনিয়ন এর সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসীম উদ্দিন ভূইয়ার পুত্র।

সে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত হাজী আব্দুর রাশিদ ভূইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাসুদেব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাক ভূইয়ার নাতী।

সাদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের সৈনিক হতে চায়।

সাদ এর উজ্জল ভবিষ্যতের জন্য তার বাবা-মা সকলের দোয়া চেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর