কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২১ মার্চ ২০১৮, বুধবার, ৬:৪৫ | বিশেষ সংবাদ 


খাদ্যদ্রব্যের বেশি মূল্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং খাদ্যদ্রব্য না ঢেকে রাখার অপরাধে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ী এলাকার কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় রেস্টুরেন্টটিতে খাদ্যদ্রব্যের দাম বেশি এবং খাদ্যদ্রব্য উন্মুক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টটিতে খাদ্যদ্রব্যের কোন মূল্যতালিকাও পাওয়া যায়নি।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, কুটুম বাড়ি রেস্টুরেন্টে খাদ্যদ্রব্যের বেশী মূল্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং খাদ্যদ্রব্য না ঢেকে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর