কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


’৭১ এর ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে প্রথম উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা

 স্টাফ রিপোর্টার | ৬ মার্চ ২০২০, শুক্রবার, ১২:২৩ | মুক্তিযুদ্ধ 


১৯৭১ সালের ৬ই মার্চ কিশোরগঞ্জ শহরে সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়। সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরু শহরের কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে সর্বপ্রথম এই পতাকাটি উত্তোলন করেন।

১৯৭১ এর ২রা মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলনের পর ছাত্রনেতা আলমগীর হোসেন (প্রয়াত সাবেক এমপি) ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালীন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন।

কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মডার্ন টেইলারিং এর মালিক ময়না খলিফাকে দিয়ে একটি পতাকা তৈরি করান।

পরে ৬ই মার্চ কালীবাড়ী মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশ মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা।

ওই সময় তার সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন (পান দোকানদার) এবং উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রী মিয়া।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শুরুর পর কামরুজ্জামান কমরু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর