কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে গাঁজা ও মদ সহ আটক দুইজনের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ১২:৪১ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা ও মদ সহ আটকের পর আমিনুল (৪০) ও বাবরু মিয়া (৬৯) নামের দুই মাদক অপরাধীকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি আমিনুলকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাবরু মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিতদের মধ্যে আমিনুল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার নলচাপরাকান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে এবং বাবরু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার (১১ মার্চ) কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অধীন ভৈরব সার্কেলের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাঁজা ও মদ সহ আমিনুল ও বাবরু মিয়া কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা তাদের এ দণ্ড প্রদান করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর