কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে কোয়ারেন্টাইন অমান্য করায় প্রবাসীর জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৬:৫০ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে কোয়ারেন্টাইন বিধি অমান্য করায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাপ্রাপ্ত আব্দুল খালেক নামে এক সৌদি আরব প্রবাসীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আব্দুল খালেক হোসেনপুর উপজেলার মাধখলা গ্রামের মতিউর রহমান ওরফে মতি মিস্ত্রীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, আব্দুল খালেক ১৪ দিনের সঙ্গনিরোধ নিয়ম অমান্য করে বাড়ির কাছে খাদে মাছ ধরছিলেন। এ সময় তাকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বর্তমানে হোসেনপুরে ৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে ‘হোম কোয়ারেন্টাইনে’ অবস্থানের নির্দেশনা অনুযায়ী, বিদেশ ফেরত প্রবাসীদেরকে তাদের নিজস্ব বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ ১৪ দিন থাকতে হবে।

এই ১৪ দিন তারা একটি আলাদা কক্ষে আলাদা বসবাস করবেন। এই সময়ে তারা হাট-বাজারে ঘুরা ফেরাসহ স্বাভাবিক চলাফেরা থেকে বিরত থাকবে। এমনকি বাড়ির আঙিনায় চলাচল নিষিদ্ধ রয়েছে।

হোম কোয়ারেন্টাইনের নির্দেশনাপ্রাপ্তরা যেন যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করে ঘরে অবস্থান করেন, সে লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর