কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ইতালিফেরত ব্যক্তির মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:৪০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে ভৈরবে ইতালি থেকে আসা এক ব্যক্তি (৬০) মারা গেছেন। রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। সোমবার (২৩ মার্চ) দুপুরের দিকে ঢাকা থেকে আইইডিসিআর এর লোকজন ভৈরবে এসে মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে দেশে ফিরেন।

৩/৪ দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। কিন্তু তিনি এর চিকিৎসা নেননি। রোববার (২২ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত ব্যক্তি ইতালিফেরত হওয়ায় এবং তার মধ্যে জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ থাকায় করোনাভাইরাস আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

এ কারণে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষার পর করোনাভাইরাসের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় দু’টি বেসরকারি হাসপাতালে যারা কর্মরত ছিলেন তাদের হাসপাতালের ভেতরেই অবস্থান করতে বলা হয়েছে।

এছাড়া মৃত ব্যক্তির বাড়ির চারপাশের বেকিছু বাড়িঘরে মানুষের চলাচল সীমিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর