কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঘুমে পিকআপ ভ্যান চালক, প্রাণ গেল কৃষকের

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৪:২২ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোছলেহ উদ্দিন (৫২) নামে এক কৃষকের। শুক্রবার সকালে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের কোদালিয়া চৌরাস্তা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মোছলেহ উদ্দিন।

নিহত মোছলেহ উদ্দিন উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা এলাকার মৃত আবদুর রাশিদ এর ছেলে।

পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উবায়দুর রহমান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কোদালিয়া এলাকার ওই কৃষক গরুর জন্য ঘাস কাটতে বের হন। রাস্তা পারাপারের সময় পাকুন্দিয়ার দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান মোছলেহ উদ্দিনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান ক্ষেতে পড়ে যান। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চালক ঘুমন্ত ছিলো বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর