কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা প্রতিরোধে ইটনা থানা পুলিশের কুইক রেসপন্স টিম

 স্টাফ রিপোর্টার | ২৫ মার্চ ২০২০, বুধবার, ৩:৪১ | ইটনা  


করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামগ্রিক নিরাপত্তা, যে কোন ধরনের জনসমাগম থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন রাখা, হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের নজরদারি সহ আইনি প্রকৃয়ায় দ্রুত সাড়া দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার পুলিশ সদস্যদের সমম্বয়ে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, আট সদস্যবিশিষ্ট কুইক রেসপন্স টিমটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে কাজ করবে।

ইটনা থানার পুলিশ সদস্যদের সমম্বয়ে গঠিত কুইক রেসপন্স টিমের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান হাবীব।

কুইক রেসপন্স টিমের সদস্যরা হলেন, এসআই মো. জয়নাল আবেদীন, এসআই গোলাম কবীর বিশ্বাস, এএসআই মো. উজ্জ্বল মিয়া, এএসআই ডিএম সেলিম, কনস্টেবল হাফিজুর রহমান, কনস্টেবল রাকিব হাসান ও কনস্টেবল রাকিবুল হাসান।

ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম আরো জানান, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর