কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়া পৌরসভার উদ্যোগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৮ মার্চ ২০২০, শনিবার, ৩:৪৩ | পাকুন্দিয়া  


করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উদ্যোগে পৌরসদর বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসদর বাজারের আনাচে-কানাচে এসব জীবাণুনাশক ছিটানো হয়।

পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জমান খোকন নিজে উপস্থিত থেকে এসব স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর মো. শরীফুল ইসলাম সুজন ও উজ্বল মীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে পৌরসভার মেয়রের কার্যালয়ে সকল কাউন্সিলরবৃন্দের উপস্থিতিতি করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক স্প্রে ছিটানো, প্রতি ওয়ার্ড থেকে হতদরিদ্র ২০-২৫ জনের তালিকা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

এ ব্যাপারে পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন বলেন, করোনা ভাইরাস পুরো বিশে^র আতঙ্ক। পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীকে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে।

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়াও সরকার থেকে বরাদ্দকৃত খাদ্য দ্রব্যাদি প্রকৃত হতদরিদ্রদের মাঝে বিতরণের উদ্দেশ্যে সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর