কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা ভাইরাস প্রতিরোধে হোসেনপুরে সেনাবাহিনীর প্রচার অভিযান

 মিছবাহ উদ্দিন মানিক | ৩০ মার্চ ২০২০, সোমবার, ৫:৫২ | হোসেনপুর 


কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও জনসচেতনতামূলক প্রচার অভিযান চালিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে সেনাবাহিনীর ১৪ সদস্যদের একটি টিম প্রচার অভিযানে অংশ নেন।

এসময় তারা জনসচেতনতামূলক প্লেকার্ড, ফেস্টুন বহন করেন। এ কাজে সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে সামাজিক বৃত্ত সুরক্ষা কার্যক্রমও চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য নিয়মিত এমন প্রচার অভিযান চালানো হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর