কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় করোনা প্রতিরোধে হাত ধোয়ার বেসিন স্থাপন

 রাজন সরকার, পাকুন্দিয়া | ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৫:৩৪ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বার বার হাত ধোয়ার জন্য জনস্বার্থে বেসিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক বোরহান উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা পরিষদ মসজিদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে দুটি বেসিন স্থাপন করেন।

এছাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১০টি জনবহুল স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হবে বলে তিনি জানান।

আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বার বার হাত ধোয়ার জন্য গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ১০টি বেসিন স্থাপনের কার্যক্রম শুরু করেছি। বর্তমানে দুটি বেসিন স্থাপন করা হয়েছে।

কয়েকদিনের মধ্যে বাকি ৮টি বেসিন স্থাপনের কাজ শেষ হবে।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি।

এ সময় পৌর এলাকার গরীব ও মেহনতি মানুষদের পাশে থেকে তাদের সাথে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর