কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১৩ সিএনজি চালকের জরিমানা, ২০টি অটোরিকশা আটক

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৪:১৭ | পাকুন্দিয়া  


সরকারি নির্দেশনা অমান্য করে সড়কে গাড়ী চালানোর দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৩ সিএনজিচালিত অটোরিকশা চালককে মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২০টি অটোরিকশা আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিএনজি অটোরিকশা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা প্রদান করা হয়।

প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কে সিএনজি ও অটোরিকশা যাত্রী পরিবহন করছিল।

এ প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।

অভিযানে ১৩জন সিএনজি চালককে ১২হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০টি অটোরিকশা আটক করে রাখা হয়।

এ সময় পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর