কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা মোকাবেলায় কিশোরগঞ্জে সনাক্তকরণ ল্যাব স্থাপনের সুপারিশ

 স্টাফ রিপোর্টার | ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৪ | রাজনীতি 


করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাস সনাক্তকরণ ল্যাব স্থাপনের জন্য জনস্বার্থে সরকারের নিকট দাবি জানিয়েছে।

সম্প্রতি জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনামুল হকের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠিয়ে এই দাবি জানানো হয়েছে।

করোনা প্রতিরোধে পার্টির উদ্যোগে সচেতনতামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ করেন, জেলার সকল উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্সসহ অন্যান্যদের পিপিই সরবরাহ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি এ সময়ে শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষের সঠিক তালিকা প্রস্তুত করে সকলকে খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের পাশাপাশি কমমূল্যের দোকান টিসিবির কার্যক্রম চালু করাসহ পাড়া-মহল্লা সর্বত্র জীবাণুনাশক স্প্রে ছিটাতে হতে।

এছাড়া আগামী জুন মাস পর্যন্ত পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল মওকুফের জন্যও তারা সরকারের নিকট সুপারিশ তুলে ধরেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর