kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

কিশোরগঞ্জে সাকিব-মোস্তাফিজের দুপুরের খাবারের মেন্যুতে ১৩ পদ স্টাফ রিপোর্টার | ২৪ মার্চ ২০১৮, শনিবার, ১১:৩৯ | বিশেষ সংবাদ 


মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সাকিব-মোস্তাফিজকে সঙ্গে শনিবার দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ পৌঁছান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয় বেলা ২টার দিকে।

এরপর স্টেডিয়াম থেকে কিশোরগঞ্জ সার্কিট হাউজে চলে যান সাকিব-মোস্তাফিজ। সেখানে তারা অন্যদের সঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। সাকিব-মোস্তাফিজ, অনুষ্ঠানের প্রধান অতিথি নাজমুল হাসান পাপন এমপি, উদ্বোধক বিসিবি পরিচালক মাহবুব আনামসহ অতিথিদের আপ্যায়নে ১৩ পদের খাবারের আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাবারের তালিকায় চিংড়ি, আইড়, পাবদা, বোয়াল, টেংরা, বাইম, শোল ও রুই এই আট পদের মাছ ছিল। এছাড়া ছিল সবজি, শাক, মুরগী, দই ও সালাদ।

কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে তাক লাগালেন মোস্তাফিজ
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ