কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষি

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৪ এপ্রিল ২০২০, শনিবার, ২:৩৪ | কৃষি 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সবজির জন্য বিখ্যাত। উপজেলার চরাঞ্চলে ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়ে থাকে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে থাকে।

কিন্তু বর্তমানে সবজির বাজার দর খুবই কম। উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষিরা।

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার দোকানপাট হাটবাজার সব বন্ধ রয়েছে। গত দুই সপ্তাহ ধরে চলছে এভাবে। এতে মারাত্নক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য।

উৎপাদিত সবজি পণ্য পরিবহনেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। এ পরিস্থিতিতে কাঁচাবাজার খোলা থাকলেও বেচাকেনা হচ্ছে কম।

ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে। এতে ভালো নেই সবজি বিক্রেতারাও।

পাকুন্দিয়া পৌরসদর বাজারসহ উপজেলার বেশকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে চিচিংগা, করল্লা, টমেটো, বেগুন, ঢেড়স, আলু, কুমড়া, মিষ্টি লাউ, লাউসহ পর্যাপ্ত পরিমাণ সবজি রয়েছে।

কিন্তু সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে রয়েছেন বিক্রেতারা।

কয়েকজন চাষির সাথে কথা বলে জানা গেছে, পাইকারি দরে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩-৪ টাকা কেজি, করল্লা ১৪-১৫ টাকা, কাঁচা মরিচ ৭-৮ টাকা, চিচিংগা ১৭-১৮ টাকা, ঢেড়স ২০-২২ টাকা, টমেটো ৫-৭ টাকা কেজি, কুমড়া ১৫-১৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে পাইকারি দরের চেয়ে খুচরা বিক্রেতারা একটু বেশি দরে বিক্রি করলেও বেচাকেনা কম হচ্ছে। এতে তারাও সবজি বেচে লাভবান হচ্ছেন না।

পৌরসদর বাজারের কয়েকজন সবজি বিক্রেতা জানান, সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে, ক্রেতার সংখ্যাও কমেছে। এতে সবজি নষ্ট হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে তাদের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর