কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় কিশোরগঞ্জে ১০ জনের জরিমানা

 স্টাফ রিপোর্টার | ৪ এপ্রিল ২০২০, শনিবার, ৩:২৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধ নির্দেশনা অমান্য করায় ১০ জনকে মোট ৮ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ ও জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০ জনকে আটকের পর এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল কলেজ মোড় ও পুরানথানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে করোনা ভাইরাস প্রতিরাধ নির্দেশনা অমান্য করায় মিজানুর রহমান (২৫), মো. মাহবুবুর, এনামুল (২৬), আজিজুর রহমান (৪৫), রানা মিয়া (৩০), তুষার (৩০), বাবুল (৩৭), মো. ইদ্রিছ মিয়া (২৯) ও সাদ্দাম (২১) সহ মোট ১০ জনকে আটক করা হয়।

পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মীর মো. আল কামাহ্ তমাল প্রত্যেককে বিভিন্ন অংকের জরিমানা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর