কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘গতরাতের ছবি, আজকে রাতে সে থাকবে কবরে’

 স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২০, রবিবার, ১১:০৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা শহরে ঘুড়ি উড়াতে গিয়ে পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে আরাফাত ইসলাম মাহিন (১৩) নামে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকাল সোয়া পাঁচটার দিকে শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামের ছেলে। তাদের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেরচর গ্রামে।

মাহিন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, মাহিনের বাবা বর্তমানে টাঙ্গাইলে প্রাইভেট কোম্পানিতে কাজ করেন।  দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি চার-পাঁচ বছর ধরে নগুয়া প্রথম মোড় এলাকায় ওই বাসার তিনতলায় বসবাস করছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে পাঁচতলার ছাদে উঠে ঘুড়ি উড়াতে গিয়ে অসাবধানতাবশত মাহিন নিচে পড়ে যায়। এলাকার লোকজন তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলে মাহিনের মৃত্যুর ঘন্টাখানেক পর সন্ধ্যায় জহিরুল ইসলাম একটি ফ্যামিলি ছবি দিয়ে ছোট্ট একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে জহিরুল ইসলাম লিখেন, ‘গতরাতের ছবি, আজকে রাতে সে থাকবে কবরে। ছেলের লাশ বহন করার মত সৌভাগ্যবান বাবা আমি।’

বাবার মনের এই কষ্টগাঁথা আর আর্তনাদ ছুঁয়ে যায় ফেসবুক ব্যবহারকারীদের। তাদের শোক আর সহমর্মিতায় ফেসবুকের পাতা আজ যেন এক শোকবই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর