কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে ৪শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৮ এপ্রিল ২০২০, বুধবার, ৪:২২ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা ভাইরাসের প্রভাবে ঘরবন্দি শ্রমজীবী অসহায় মানুষের মাঝে পৌর মেয়র শওকত উসমান খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তিনি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৪শ’ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী ৯টি ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাউল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল মোট ১৭ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা বিতরণ তদারকির দায়িত্বে ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি।

কাউন্সিলর বিপ্লব কুমার সাহা, রুহুল আমিন শাকিল, সোহরাব উদ্দিন, রনবীর সিংহ, মাহফুজুর রহমান মিঠু, হাবিবুর রহমান ও জয়নাল আবেদীন, সংরক্ষিত কাউন্সিলর জাহানারা এমদাদ, সেলিনা আক্তার ও তিতাস বেগম, পৌর ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, পৌরসচিব আলমগীর ও অন্যান্য কর্মচারীবৃন্দ খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত থেকে সহায়তা করেন।

পৌর মেয়র শওকত উসমান বলেন, প্রথম ধাপে ৪শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে খাদ্যসামগ্রী বিতরণের জন্য পৌর এলাকার আরও ১২শ’ পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।

বরাদ্দ পাওয়ার সাথে সাথে বিতরণ করা হবে বলেও মেয়র জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর