কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে বাল্কহেড ডুবি, এক লাশ উদ্ধার

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ১২ জানুয়ারি ২০১৮, শুক্রবার, ১০:০০ | নিকলী  


বৃহস্পতিবার ভোরে নিকলীর ধনু নদীতে তলিয়ে যাওয়া বাল্কহেড থেকে শুক্রবার দুপুরে মহসিন আকন্দ (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে। মহসিন বরিশালের বরগুনা জেলার তালতলী উপজেলার হারুন আকন্দের পুত্র।

এলাকাবাসী ও উদ্ধার কর্মিদের সূত্রে জানা যায়, সুনামগঞ্জের ছাতক থেকে পাথর বোঝাই নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা বাল্কহেডটি বুধবার সন্ধ্যায় নিকলী উপজেলার সিংপুর বাজারের কাছে নোঙ্গর করে। বৃহস্পতিবার ভোরে বাল্কহেডের সুকানি মহসিন মিয়া (৩৫) ঘুম থেকে জেগে বাল্কহেডে অতিরিক্ত পানি দেখতে পায়। ঘুমন্ত অপরাপর সঙ্গিদের ডেকে প্রকৃতির ডাকে সাড়া দিকে যায় সে। এক পর্যায়ে বাল্কহেডটি ডুবে যায়।

সাঁতরে মহসিন তীরে উঠতে পারলেও ইঞ্জিন ড্রাইভার দুলাল মিয়ার পুত্র আল আমিন(২৮), হারুন আকন্দের পুত্র মহসিন(২৮) ও মহিউদ্দিন (৬০) তলিয়ে যায়। তারা সবাই বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের ডুবুরি দল, সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলীর ঐকান্তিক চেষ্টায় উদ্ধার তৎপরতার এক পর্যায়ে শুক্রবার দুপুরে শ্রমিক মহসিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজ অপর দুই জনের কোন খোঁজ পাওয়া যায়নি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর