কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার দুই গ্রামের ৩৫০ পরিবারে নতুন বিদ্যুৎ

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৫ মার্চ ২০১৮, রবিবার, ১:২৭ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা ও ছোটআজলদী গ্রামের ৩৫০ পরিবারে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে। শনিবার বিকালে আগরপাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। তিনি বিদ্যুতের সুইচ টিপে নতুন এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবদুল্লা আল মামুন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, নারান্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন, নারান্দী ইউপির সাবেক সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন এমপি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে দেশ পিছিয়ে পড়বে। তাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠান তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই পাকুন্দিয়া উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে।

পাকুন্দিয়ায় ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর