কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২০, সোমবার, ১২:৩৬ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প (নাসিব) এবং ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে শহরের গাইটাল এলাকার অতিথি কমিউনিটি সেন্টারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প (নাসিব) এবং ইট ভাটা মালিক সমিতির সহায়তায় চাল, আলু, লবণ ও সাবান হতদরিদ্র ও কর্মহীন মানুষের হাতে হাতে তুলে দেয়া হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল, সিনিয়র সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, ইকবাল আহম্মদ চৌধুরী, পরিচালক এনায়েত করিম অমি, বোরহান উদ্দিন ও মো. সোহেব, জহিরুল ইসলাম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল বলেন, পর্যায়ক্রমে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে আরো আসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চিন্তা রয়েছে আমাদের।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর