কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে কৃষকের ধান কেটে দিয়েছেন আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীরা

 স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৩১ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়ায় তিন কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীরা বনগুমারা গ্রামের কৃষক তোতা মিয়া, আল আমিন ও মাজহারুল ইসলামের জমির ধান কেটে দেন।

ধান কাটার পর কৃষকদের বাড়িতে পৌঁছে দিয়েছেন শতাধিক যুবলীগ কর্মীসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শ্রমিক সংকট দেখা দিলে দিশেহারা হয়ে পড়েছিলেন বনগুমারা গ্রামের কৃষক তোতা মিয়া, আল আমিন ও মাজহারুল ইসলাম।

তাদের এই দুর্দিনে জমির ধান কেটে দিতে এগিয়ে যান কিশোরগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, সদস্য শহীদুল ইসলাম হুমায়ুন, শেখ রাসেল বাবু, করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবু সাদাৎ সায়েম, যুবলীগ নেতা আরিফুর রহমান শাহীনুর, কাদির জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব, কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মীর নাঈম, নিউজ ক্যাসেল বিডি ডট কমের সম্পাদকম-লীর সম্পাদকীয় উপদেষ্টা রেজাউল হাবীব রেজা, চ্যানেল ফোরের বার্তা সম্পাদক আমিনুল হক সাদী, ক্যামেরাম্যান ফরহাদ ইসলাম, গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো. আবুল কালাম, যুবলীগ নেতা মো. আবুল হাসান খান পরাগ, মো. মাজহারুল ইসলাম, আলম মিয়া, মো. শহীদ মিয়া, শরীফুল আলম সুমন, সফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, রতন সরকার, শেখ মাসুম, মো. নাজমুল, মিজানুর রহমান, বদরুর রেজা ভূঞা, আমিনুল ইসলাম খোকন, আনজু মিয়া, নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর