কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা দিবস উদযাপন

 স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০১৮, সোমবার, ৭:৫৫ | কিশোরগঞ্জ সদর 


ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞা শহীদ বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সারাদেশে একযোগে শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে সকাল ৮টায় শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান এ.কে.এম আমিনুর রহমান ভূঞা মুকুল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. আরজ আলী, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নূরুল আমিন, আইন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান সাঈদ, হাসানুল ইসলাম শুভ প্রমুখ।

এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় হলরুমে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী। এ সময় তিনি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিময় ঐতিহাসিক সময় প্রসঙ্গে আলোকপাত করেন। তিনি তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. বদরুল হুদা সোহেল।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর