কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্র-শিক্ষকেরা

 স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২০, সোমবার, ১:৩৪ | ইটনা  


কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনার সদর ইউনিয়নের ইটনা মধ্যগ্রামের কৃষক মোস্তাফিজুর রহমানের জমির বোরো ধান কেটে দিয়েছেন মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর শিক্ষক ও ছাত্ররা।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার আউরাতলা হাওরে প্রান্তিক কৃষক মোস্তাফিজুর রহমান ৫০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

করোনাভাইরাস পরিস্থিতিতে ধান কাটা শ্রমিকের সংকট থাকায় এবং আর্থিক অসচ্ছলতার কারণে জমির পাকা ধান কৃষক মোস্তাফিজুর রহমান কাটতে না পারায় ছাত্র-শিক্ষকেরা এই ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।

মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক এই ধান কাটা কর্মসূচিতে নেতৃত্ব নেন।

প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে হাওরে শ্রমিক সংকটের কারণে মহামান্য রাষ্ট্রপতির ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক স্যার নিজে কৃষকের জমি কেটে দিচ্ছেন।

স্যারের অনুপ্রেরণায় আমরা মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন এর শিক্ষক ও ছাত্ররা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটায় অংশ নিচ্ছি।

যেসকল কৃষক শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারবেন না আমরা তাদের পাকা ধান কর্তন করে দেয়ার চেষ্টা করব।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর