কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে একশত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সদর স্বাস্থ্য কমপ্লেক্স

 স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২০, বুধবার, ১:৩৪ | কিশোরগঞ্জ সদর 


জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমণজনিত প্রাদূর্ভাবের এই সময়ে একশত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার (২৯ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার প. প. কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব দরিদ্র পরিবারের মানুষের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী তুলে দেন।

‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদরের ১১টি ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, তৈল, ডাল, লবণ ও পিয়াজ ১ কেজি করে এবং হুইল সাবান দুইটি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর