কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে আনসার ভিডিপি’র খাদ্য সামগ্রী বিতরণ

 মিছবাহ উদ্দিন মানিক | ৪ মে ২০২০, সোমবার, ১০:৩৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তিনশত দুস্থ ভিডিপি সদস্য নারী-পুরুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।

প্রতিজন সদস্যের কাছে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ পিস সাবান ও ১টি মাস্ক।

এ সময় কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট (চ: দা:) জে. এম. ইমরান, সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর