কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে আনসার ভিডিপির ৩০০ সদস্যকে উপহার সামগ্রী প্রদান

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ৪ মে ২০২০, সোমবার, ১১:৫৯ | অষ্টগ্রাম 


অষ্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধে নিরন্তর কাজ করে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্যরা। তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রত্যন্ত এই হাওর অঞ্চলের জনগণকে সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থান, ঘরে থাকা ও সরকারি বিধিনিষেধ মেনে চলতে মাইকিং ও লিফলেট বিতরণ জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এছাড়া হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টাঙ্গানোসহ বিভিন্ন উদ্যোগ তারা বাস্তবায়ন করছেন।

অষ্টগ্রাম উপজেলার মাঠে কাজ করা আনসার ভিডিপির ৩০০ সদস্যকে উপহার সামগ্রী প্রদান করেছে কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়।

উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে  ৫কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তৈল, ১কেজি পিয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক প্রদান করা হয়।

সোমবার (৪ মে) দুপুরে অষ্টগ্রাম কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে সারিবদ্ধভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কিশোরগঞ্জ জেলা কমান্ডেন্ট জে এম ইমরান, অষ্টগ্রাম উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা নুরফনা খাতুন সহ জেলার আনসার ভিডিপির কর্মকর্তা ও ব্যাটালিয়ান উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর