কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাজিতপুর-নিকলীতে সাত হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন বিএনপি নেতা ইকবাল

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২০, বুধবার, ৫:৩৪ | রাজনীতি 


কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে চলমান করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া তিন হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।

বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা দরিদ্রদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

দলীয় নেতাকর্মীরা জানান, নিকলী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিন হাজার মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এর আগে বাজিতপুর উপজেলার চার হাজার দরিদ্র মানুষকে শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুনিরুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, এখন আমরা একটা কঠিন সময় পার করছি। মানুষ মানুষের জন্য।

তাই বর্তমান করোনা সংকটে দলমত নির্বিশেষে সবাইকে এক সাথে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর