kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

পাকুন্দিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০১৮, বুধবার, ১:০০ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়া উপজেলার চর আদর্শ কলেজের ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রভাষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চর কাওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, মো. মাহবুবুর রহমান সুফেল, প্রভাষক মো. জাকির হোসেন, মো. আরিফ রব্বানী, মো. আজহারুল ইসলাম, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁসের ভূয়া তথ্যের দিকে না দৌঁড়ে পড়ালেখায় সবাইকে মনোযোগী হতে হবে।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ