কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে কলেজ ছাত্রীকে ইভটিজিং, নেশাখোরের এক বছরের কারাদণ্ড

 বিজয় কর রতন, মিঠামইন | ১১ মে ২০২০, সোমবার, ১১:৪০ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে কলেজ ছাত্রীকে ইভটিজিং ও নেশা করার অপরাধে সোহেল (২৫) নামে এক নেশাখোর যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ডে দণ্ডিত সোহেল মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানিয়াপাড়ার নজরুল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রতিবেশী এক কলেজ পড়ুয়া তরুণীকে দীর্ঘদিন ধরে সোহেল উত্যক্ত করে আসছিল। এছাড়া সে নিয়মিত নেশাজাতীয় দ্রব্য অবাধে সেবন করে।

সোমবার (১১ মে) নেশা করে ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করার খবর পেয়ে মিঠামইন থানা পুলিশ সোহেলকে নিজ গ্রাম থেকে আটক করে।

পরবর্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান ইভটিজিং ও মাদক সেবনের অপরাধে সোহেলকে এক বছরের সাজা প্রদান করেন।

এ সময় মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, এসআই নজরুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর