কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ১০ মসজিদ সংস্কারে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছে ইউনাইটেড ট্রাস্ট

 মো: তরীকুল হাসান, পাকুন্দিয়া | ১২ মে ২০২০, মঙ্গলবার, ১০:৩৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দশটি মসজিদ সংস্কার ও উন্নয়নকল্পে ১৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে ইউনাইটেড ট্রাস্ট।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার এগারোসিন্দুরে ইউনাইটেড ট্রাস্ট মঠখোলার নিজস্ব কার্যালয়ে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে এসব চেক তুলে দেন ইউনাইটেড ট্রাস্ট মঠখোলার এরিয়া সমন্বয়ক হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল।

এসময় উপস্থিত ছিলেন আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, ইউনাইটেড ট্রাস্ট মঠখোলার এরিয়া সুপারভাইজার হারুন-অর-রশিদ প্রমুখ।

অনুদানের চেকপ্রাপ্ত মসজিদগুলো হলো, পাবদা পশ্চিমপাড়া জামে মসজিদ ২ লাখ টাকা, এগারোসিন্দুর থানারঘাট বাজার জামে মসজিদ ২ লাখ টাকা, হিজলিয়া ঈদগাহ মাঠ জামে মসজিদ ১ লাখ ৫০ হাজার টাকা, গান্ধারচর পশ্চিমপাড়া জামে মসজিদ ১ লাখ ৫০ হাজার টাকা, চরকাওনা উত্তরপাড়া নূর মসজিদ ১ লাখ ৫০ হাজারটাকা, পাকুন্দিয়া বাইতুল আমান জামে মসজিদ ১ লাখ ৫০ হাজার টাকা, করিম হাজীর বাড়ীর জামে মসজিদ ১ লাখ টাকা, কাগারচর হেকিম মুন্সির বাড়ীর জামে মসজিদ ১ লাখ টাকা, চরটেংগাবর মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ১ লাখ টাকা ও বেপাড়ি বাড়ী জামে মসজিদ ১ লাখ টাকা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর