কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ২০০ জন দুস্থ ও অসহায়ের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

 বিজয় কর রতন, মিঠামইন | ১৩ মে ২০২০, বুধবার, ৫:৪৭ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বেসরকারি সংস্থা আশা'র উদ্যোগে বুধবার (১৩ মে) দুপুরে মিঠামইন সদরের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

করোনা ভাইরাস সংক্রমণে যে সকল পরিবার কর্মহীন হয়ে পড়েছেন এমন ২০০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ত্রাণ প্যাকেট তুলে দেন রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, জেলা পরিষদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী, আশা উপজেলা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, পিআইও মোল্লা খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম মিয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সাংবাদিক বিজয় কর রতন প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর