কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরের ৬৩ ওয়ার্ডেরই দরিদ্ররা পেয়েছেন রাষ্ট্রপতিপুত্র তুহিনের খাদ্য সামগ্রী

 মিছবাহ উদ্দিন মানিক | ১৭ মে ২০২০, রবিবার, ৬:২৮ | হোসেনপুর 


করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি পৌরসভার ও ৬টি ইউনিয়নের মোট ৬৩টি ওয়ার্ডেরই দরিদ্রদের ঘরে ঘরে মানবিক সহায়তা হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের ব্যক্তিগত ‍উদ্যোগে প্রদান করা খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর নেতৃত্বে ভ্যানগাড়িতে করে ৬৩টি ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি  পেয়াঁজ ও ১ কেজি লবণ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানান, রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন এর নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয়। পরে উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডের দরিদ্রদের ঘরে এসব খাদ্য সামগ্রী পাঠানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর