কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


স্ত্রী-কন্যাকে নিয়ে বঙ্গভবনে সাকিব

 কিশোরগঞ্জ নিউজ ডেস্ক | ২৮ মার্চ ২০১৮, বুধবার, ৭:৫৭ | জাতীয় 


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভক্তের তালিকার বাইরে নন । কিন্তু তাঁর পক্ষে তো আর যখন তখন মাঠে ময়দানে  গিয়ে সাকিবকে দেখার তৃষ্ণা মেটানো সম্ভব নয়। তাই নিজেই ডেকে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে বঙ্গভবন ঘুরে এসেছেন সাকিব আল হাসান। ছিল রাতের খাবারের দাওয়াত। আর আপ্যায়নের আগে ও পরে হয় আড্ডা।

রসিক মানুষ রাষ্ট্রপতি। যে কাউকে মুগ্ধ করতে পারেন, মনে এনে দেন খুশির হাওয়া। অন্যদিকে সাকিবের সঙ্গে সময় কাটানো মানেই এক ধরনের তৃপ্তির ছোঁয়া লাগে হৃদয়ে। ‍এই অনুষ্ঠানে তাই দুই পক্ষই একে অন্যের ভালোবাসা জিতে নিয়েছেন।

বুধবার দুপুরের দিকে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন সাকিবপত্নী শিশির। সাকিবের স্ত্রী লেখেন, ‘গত রাতে সম্মানিত রাষ্ট্রপতির ডিনারের দাওয়াতে বঙ্গভবনে। পৃথিবীর নম্র মানুষদের মধ্যে তিনি একজন।’

পোস্ট করা চারটি ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে ছবি তুলেছে সাকিবের পরিবার। অন্য একটি ছবিতে খাবার টেবিলে বসা সাকিবের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি।

সাকিব কন্যা আলাইনার অবশ্য মন পড়েছিল অন্য জায়গায়। বয়সী রাষ্ট্রপতি নয়, রাষ্ট্রপতি ভবনেও সে ঠিকই খুঁজে নিয়েছে তার বয়সী দুই সাথী। তাদের সঙ্গেই সময় কাটিয়েছে সে।

এর আগে গত ২২ মার্চ বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার উদযাপন অনুষ্ঠানে সাকিব আল হাসানের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় মাশরাফিকেও স্নেহ করেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং সাধারণ সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে দাওয়াত পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর