কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২০ মে ২০২০, বুধবার, ৫:৪৯ | হোসেনপুর 


মঙ্গলবার (১৯ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নতুন করে আরো তিনজনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ।

নতুন করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে একমাত্র পুরুষ উপজেলার জিনারী ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি জেলার করিমগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত।

অন্য দুইজন একই পরিবারের। তাদের বাড়ি উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামে।

এই পরিবারটির আরেক সদস্যের আগে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছিল। ফলে পরিবারটির তিন সদস্য এখন করোনা পজেটিভ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জামাইল গ্রামের পরিবারটির এক নারী (৩৫) গত ৬ মে নারায়ণগঞ্জ থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পর গত ১১ মে পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

পরে পরিবারটির অন্য সদস্যের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর মঙ্গলবার (১৯ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে আরো দু’জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া পরিবারটির দুইজন হচ্ছে, করোনায় আক্রান্ত ওই নারীর মেয়ে (১৬) ও ভাসুরের মেয়ে।

হোসেনপুর উপজেলায় বুধবার (২০ মে) পর্যন্ত মোট ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মৃত উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের সাত বছরের শিশু মিজানুর রহমান রয়েছে।

এছাড়া বাকি ৬ জনের মধ্যে ২ জন ইতোমধ্যে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর