কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ট্রাক উল্টে নিহত ১৩ জনের পরিচয় মিলেছে

 আশরাফুল ইসলাম, গাইবান্ধা | ২২ মে ২০২০, শুক্রবার, ১২:২৬ | সারাদেশ 


গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে একটি রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট -১৩-৫৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে রড বোঝাই ট্রাকের উপরে ত্রিপলে ঢাকা থাকা ১৩ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহতরা সড়কে দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিলেও মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি। ট্রাক উল্টে পানিতে পড়ে এর উপর রড চাপা পড়ায় নিমেষেই মৃত্যুর তারা কোলে ঢলে পড়েন, মৃত্যুর আগে যাদের কোন আওয়াজ পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহত ১৩ জনের সবার পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধারাকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সামছুল আলম (৬৫), একই এলাকার সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭), পীরগঞ্জ উপজেলার ডাসার পাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ হান্নান (১৮), একই গ্রামের আনারুলের ছেলে মনিরুল ইসলাম (২০), পীরগঞ্জ উপজেলার শানেরহাট বড়পাহারপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে এরশাদ রেলা (৩৫) এবং নিহত এরশাদের ছোট ছেলে ওবায়দুল (৮) ও  বড় ছেলে আকাশ (১৫),  একই উপজেলার ধল্লাকান্দি ১০ শানেরহাট এলাকার ইছা খানের ছেলে আল আমিন (১৭), একই গ্রামের ফুল মিয়ার ছেলে ইছাহাক খান (১৪), বড় আলমপুর ষোল ঘড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান (২২), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পরপুড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মোত্তালিব (২৩)।

নিহতদের মধ্যে এরশাদ রেলা এবং তার দুই ছেলে ওবায়দুল ও  আকাশ ছাড়াও সামছুল আলম ও সোয়াইব সম্পর্কে নানা নাতী।

জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতদের সৎকারের জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি ট্রাক লকডাউন উপেক্ষা করে অবৈধভাবে বেশ কিছু যাত্রী নিয়ে রংপুর যাচ্ছিলো।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পলাশবাড়ীর দুবলাগাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ১৩ জন পানিতে রডের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গোবিন্দগঞ্জ ইউনিট,পলাশবাড়ী থানা পুলিশ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে চাপা পড়া ১৩ জনের মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে।

নিহতদের মধ্যে ৩ শিশু, ১ বৃদ্ধ ও ৯ জন যুবক। ঘটনার পরই ট্রাকের চালক ও হেলপার গাঢাকা দেয়।

নিহতের খবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, নিহতদের মরদেহ ও ঘাতক ট্রাকটি হাইওয়ে থানায় রয়েছে। মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এছাড়া এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর