কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ৮০০ পরিবারে পোশাকসহ খাদ্য সামগ্রী উপহার দিলেন মিছবাহ উদ্দিন

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ মে ২০২০, শুক্রবার, ১২:৫৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার নয়টি ওয়ার্ডের ৮শ’ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিনের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২২ মে) সকালে পৌর এলাকার বর্ণমালা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এসময় জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা দিদারুল আলম সোহেল, মোনায়েম মুন্না, ছাত্রলীগ নেতা তারিফুল ইসলাম তারিফ প্রমুখ ছাড়াও মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দরিদ্র মানুষজন মহাবিপাকে রয়েছেন।

এ পরিস্থিতিতে পৌরসভার ৮শ’ দরিদ্র পরিবারের পোশাকসহ খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের পোশাক, এক কেজি পোলাও চাল, দুই প্যাকেট সেমাই ও আধা কেজি চিনি।

আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সমাজের বিত্তবানদেরও এমন পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ জানান তিনি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর