কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পল্লী চিকিৎসকের করোনা শনাক্ত

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৪ মে ২০২০, রবিবার, ৭:৫৩ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঞ্চাশোর্ধ এক পল্লী চিকিৎসকের নমুনায় করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভের তথ্য পাওয়া যায়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মোহাম্মদ হাসিবুস ছাত্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৯ মে পাকুন্দিয়া পৌর এলাকার সিনেমাহল সংলগ্ন এলাকার ওই পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়। আজ (রোববার, ২৪ মে) পাওয়া রিপোর্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।

তবে তার কোন উপসর্গ ছিল না বলেও তিনি জানান।

এনিয়ে এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। এর মধ্যে চারজন সুস্থ হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলাবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস ছাত্তার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর