কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় করোনার রুদ্রমূর্তি: আরো তিনজনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ১৫

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২৯ মে ২০২০, শুক্রবার, ১২:২৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যেন রুদ্রমূর্তি ধারণ করেছে চীনের প্রাণঘাতী করোনাভাইরাস। উপজেলায় বেড়েই চলছে করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভের সংখ্যা।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে পাওয়া রিপোর্টে নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

রাত ১১টার দিকে নতুন করে আরো তিনজন করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামির মো. হাসিবুস ছাত্তার।

এ নিয়ে গত এক সপ্তাহে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন।

ডা. জমির মো. হাসিবুস ছাত্তার জানান, গত শুক্রবার (২২ মে) ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আজ বৃহস্পতিবার (২৮ মে) প্রাপ্ত রিপোর্টে তিনজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। পুরুষ দুইজন পাকুন্দিয়া পৌরসভার বাসিন্দা।

এছাড়া করোনা শনাক্ত হওয়া নারীর বাড়ি উপজেলার আঙ্গিয়াদী গ্রামে।

গত ১৬ মে থেকে ২২ মে পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে ১১ জন করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন। উপজেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। তার মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর