কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে ১১৬০ পিস ইয়াবাসহ নারী আটক

 স্টাফ রিপোর্টার | ৩০ মে ২০২০, শনিবার, ৬:৩৩ | অপরাধ 


কিশোরগঞ্জে ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে ১১৬০ পিস ইয়াবাসহ মোছা. রেকছনা বেগম রিমা (৩০) নামে এক নারীকে আটক করেছে।

শনিবার (৩০ মে) দুপুরে ভৈরব পৌর এলাকার কমলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অপারেশনাল টিমের নেতৃত্ব দেন।

আটক হওয়া নারী মোছা. রেকছনা বেগম রিমা পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার সোনারামপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পাওয়া তথ্যে  শনিবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে ভৈরব পৌর এলাকার কমলপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১১৬০ পিস ইয়াবাসহ মোছা. রেকছনা বেগম রিমাকে আটক করা হয়। সে একজন ইয়াবা ব্যবসায়ী।

ইয়াবাসহ আটক হওয়া মোছা. রেকছনা বেগম রিমা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর