কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে শতভাগ পাশ, ১৯ জিপিএ-৫

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৩১ মে ২০২০, রবিবার, ৩:৩৮ | পাকুন্দিয়া  


কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মফস্বলে অবস্থিত আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (৩১ মে) ঘোষিত ফলাফলে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী কৃতিত্বের সাথে পাশ করার গৌরব অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এবছর ৪৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯জন। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ২৩ জন। জিপিএ-৩.৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তিনজন।

এর মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি শতভাগ পাশের গৌরব অর্জন করলো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবীর বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্যদের সমন্বিত প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের ধারাবাহিক কৃতিত্ব ধরে রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে আশা করছি।

এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর