কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় গ্রাম পুলিশের সাহসিকতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

 মো. তরীকুল হাসান, পাকুন্দিয়া | ৬ জুন ২০২০, শনিবার, ১:৫১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম পুলিশ আব্দুর রহমানের সাহসিকতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রাম পুলিশ আব্দুর রহমানকে পুরস্কৃত করা হয়েছে।

এলাকাবাসী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুত্রে জানা যায়, মহামারী করোনা প্রাদুর্ভাবের মধ্যেও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী মধ্যপাড়া গ্রামের বাড়িতে শুক্রবার (৫ জুন)  স্কুল ছাত্রীর (১৫) বিয়ের আয়োজন করা হয়। বর একই ইউনিয়নের আওলিয়াপাড়া গ্রামের এক তরুণ (২০)।

গ্রাম পুলিশ আব্দুর রহমানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান তৎক্ষণাৎ উপজেলা মহিলা  বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তকে ঘটনাস্থলে পাঠান।

বিকাল ৪টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক জিন্নত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছার পুর্বেই গ্রাম পুলিশ আব্দুর রহমান বিয়ে বাড়িতে উপস্থিত হন।

গ্রাম পুলিশ আব্দুর রহমানকে দেখেই বর ও কাজী  পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বরপক্ষের লোকজন বর নিয়ে পালিয়ে গেলেও কাজী আবুল বাশার কে আটকে রাখতে সক্ষম হন আব্দুর রহমান।

পরে মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার  দত্ত ও আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক জিন্নত আলী সহ সকলের উপস্থিতিতে কনের বাবা ও কাজী মুচলেকা দিয়ে ছাড়া পান।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের নির্দেশক্রমে গ্রাম পুলিশ আব্দুর রহমানের এমন সাহসিকতায় তাকে ৫০০ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত জানান, গ্রাম পুলিশ আব্দুর রহমানের এমন সাহসিকতায় স্কুল ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। তার কাজকে উৎসাহ দিতে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের নির্দেশক্রমে তাকে পুরস্কৃত করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর