কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় বজ্রপাতে তিনটি গরুর মৃত্যু

 সাখাওয়াত হোসেন হৃদয় | ৬ জুন ২০২০, শনিবার, ৭:২২ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরু মারা গেছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরকুর্শা গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে বজ্রপাতে এই ঘটনাটি ঘটে।

বজ্রপাতের সময় ঘটনাস্থলেই তিনটি গরু মারা যায়। মারা যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় উপজেলার চরকুর্শা গ্রামের কৃষক মো. ইব্রাহীমের একটি বড় গরু ও একই গ্রামের রাকিবের দু’টি গরু ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘাস খাচ্ছিল।

ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই তিনটি গরু মারা যায়।

ইব্রাহীমের গরুটি ঈদুল ফিতরের আগে ৭০ হাজার টাকা দাম হয়েছিল। অপরদিকে রাকিবের দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের চাচাতো ভাই ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন বজ্রপাতে তিনটি গরু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, অল্পের জন্য গরু মালিকরা বেঁচে গেছেন।

কেননা, ঝড়বৃষ্টির সময় তারা মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন। যেখানে বজ্রপাতের ঘটনা ঘটেছে তার কাছাকাছিই ছিলেন তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর