কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 মিছবাহ উদ্দিন মানিক, হোসেনপুর | ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৮ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, হোসেনপুর প্রেসক্লাবের সম্মানসূচক সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালাম (৬৭) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুলজুরী গ্রামের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলার হেলিপ্যাড মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর পৌরসভার সভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন শোক প্রকাশ করেছেন।

এছাড়া হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, সহ-সভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিকসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর