কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে হাসপাতালের এক মিডওয়াইফের করোনা শনাক্ত

 বিজয় কর রতন, মিঠামইন | ১২ জুন ২০২০, শুক্রবার, ১:৩৭ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নতুন করে একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি একজন নারী এবং মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ (২৫)।

গত ৬ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পর বৃহস্পতিবার (১১ জুন) রাতে পাওয়া রিপোর্টে তার করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

করোনা শনাক্ত হওয়া মিডওয়াইফের বাড়ি গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলায়।

এর আগে এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ মোট ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল এবং সকলেই করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন।

মিঠামইন উপজেলা থেকে অদ্যাবধি মোট ২৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে মোট ২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। তাদের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন।

উপজেলায় করোনা শনাক্ত হওয়া বাকি ২৫ জনের মধ্যে ইতোমধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। একমাত্র নতুন করোনা শনাক্ত হওয়া নারী আইসোলেশনে রয়েছেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ আল সাফি জানান, নতুন করোনা শনাক্ত হওয়া হাসপাতালের মিডওয়াইফ হাসপাতাল কোয়ার্টারে আইসোলেশনে রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর