কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে ৪০৫ পিস ইয়াবা ও ১০ হাজার টাকাসহ আটক তিন

 স্টাফ রিপোর্টার | ১৫ জুন ২০২০, সোমবার, ১১:১৭ | অপরাধ 


কিশোরগঞ্জে করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া এলাকায় পরিচালিত এই অভিযানে তারা আটক হয়।

আটক হওয়া তিন ইয়াবা ব্যবসায়ীর নাম মো. সাইদুজ্জামান (২৩), মো. হাবিবুল্লাহ (৪০) ও মো. জনি (২০)।

তাদের মধ্যে মো. সাইদুজ্জামান নিয়ামতপুর নাহিরাজপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে, মো. হাবিবুল্লাহ নিয়ামতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে এবং মো. জনি একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এই অপারেশনাল টিমের নেতৃত্ব দেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার কিছু পরে র‌্যাব করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪০৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল সেটসহ মো. সাইদুজ্জামান, মো. হাবিবুল্লাহ ও মো. জনি এই তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ ঘটনায় ইয়াবাসহ আটক তিন ব্যবসায়ীর বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর