কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে মার্কেটে অগ্নিকাণ্ডে ৫ দোকান ছাই

 মুহাম্মদ শাহ আলম, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর | ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার, ৭:০২ | কুলিয়ারচর 


কুলিয়ারচর উপজেলার পূর্ব তারাকান্দি বাজারে হাজী চান্দু মিয়ার মার্কেটে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছার আগেই হাজী চান্দু মিয়ার মার্কেটের পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে আর ছড়িয়ে পড়তে পারেনি।

আগুনে মো. মামুন মিয়া কাপড়ের দোকান, সুজন শীলের সেলুন, আদিল মিয়ার ভ্যারাইটিজ স্টোর ও আক্কাছ আলীর মুদির দোকানসহ পাঁচ দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর